বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি 
	
		
			
   
রাগ: কাফি মিশ্র, তাল: কাহার্বা
এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি।
হায়, পথ-ভোলা পথিক, হায়, মৃগ মরুচারী॥
       
	মোর ব্যথায় চরণ ফেলে
       
	চির-দেবতা কি এলে,
হায়, শুকায়েছে যবে মোর নয়নে নয়ন-বারি॥
তোমার আসার পথে প্রিয় ছিলাম যবে পরান পাতি’,
সেদিন যদি আসিতে নাথ হইতে ব্যথার ব্যথী।
ধোওয়ায়ে নয়ন-জলে পা মুছাতাম আকুল কেশে
আজ কেন দিন-শেষে এলে নাথ মলিন বেশে!
হায়, বুকে ল’য়ে ব্যথা আসিলে ব্যথা-হারী॥
স্মৃতির যে শুকানো মালা যতনে রেখেছি তুলি’
ছুঁয়ে সে হার ঝরায়ো না ম্লান তার কুসুমগুলি,
হায়, জ্বলুক বুকে চিতা, তা’য় ঢেলো না আর বারি॥
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। '
	গুলবাগিচা'
	গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি 
	প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
  
	- গ্রন্থ: 
	- 
	গুলবাগিচা
	- প্রথম সংস্করণ   [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। 
				কাফি মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: 
				৭৪] 
 
	- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। 
	জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ৬৬। কাফি 
	মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৬৪]
	
 
	
	 
	- 
	গীতি-শতদল
		- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪]। গীতি-শতদল-৪৬। কাফি-মিশ্র।
 
		- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা 
		৪৬। কাফি-মিশ্র। পৃষ্ঠা ৩০৮-৩০৯] 
 
	
 
	
	 
	- রেকর্ড: 
	মেগাফোন [ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)]। জেএনজি ৮৯। শিল্পী 
					শ্রীমতী পটল (চীনা)।