বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মালঞ্চে আজ কাহার যাওয়া আসা
মালঞ্চে আজ কাহার যাওয়া আসা।
ঝরা পাতায় বাজে
মৃদুল তাহার পায়ের ভাষা॥
আসার কথা জানায়
ঐ যে ফুলের আখর সবুজ পাতায়,
ঐ দোয়েল শ্যামার কূজন কয় যে বাণী
ঐ ঐ তার ভালোবাসা॥
মদির সমীরণে
তনুর সুবাস পাই যে ক্ষণে ক্ষণে,
সবুজ বসন ফেলি’
পরল ঐ বন কুস্মী রাঙা চেলি।
তাই বসুন্ধরায় জাগে অরুণ আশা –
ঐ ঐ যে আলোকের পিপাসা॥
- ভাবার্থ: এই গানে পুষ্প বাগানে 'কাহার যাওয়া আসা' বাক্যের মধ্যে এক
ধরণের অনির্দেশিত কর্তার অস্তিত্ব রয়েছে। গানের সামগ্রিক রূপের বিচারে মানে হয়
এই কর্তা 'বসন্ত'। শীতের ঝরা পাতায় মর্মর মর্ম ধ্বনি ওঠে নব বসন্তের মৃদু দখিনা
বাতাসে। বসন্তের আগমনের আভাষে- সবুজ পাতার মাঝে ফুটে উঠে নব বসন্তের পুষ্পকলি।
বসন্তের দোয়েল শ্যামার কণ্ঠ ধ্বনিত হয় বসন্তের ভালাবাসার কূজন। বসন্তের মদির
সমীরণে ক্ষণে ক্ষণে ভেসে আসে তার অঙ্গ-সৌরভ। বনানী তার সবুজ আবরণ ফেলে বর্ণাঢ্য
বনপুষ্পের আভরণ তুলে নেয় অঙ্গে। বসন্তের বসুন্ধরার বুকে জাগে নবযৌবনের আশা।
প্রাণে জাগে তারই যৌবনজ্যোতির পিপাসা।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ বঙ্গাব্দের মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র
১৩৪০) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৯ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। খাম্বাজ- দাদরা]।
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১
। গীতি-শতদল। গান সংখ্যা ১৬। খাম্বাজ- দাদরা। পৃষ্ঠা ২৯৩-২৯৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৬৭১। রাগ: খাম্বাজ, তাল: দাদরা। পৃষ্ঠা:
৪৯৯]
- রেকর্ড:
এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। এন ৭২১০। শিল্পী:
মৃণালকান্তি ঘোষ]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী