বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সেদিন প্রভাতে অরুণ শোভাতে হেসেছ বুকে মোর মধু-হাসিনী।
সেদিন প্রভাতে অরুণ শোভাতে হেসেছ বুকে মোর মধু-হাসিনী।
পরেছ গলায় আমার দেওয়া ফুল সে কি গো সবি ভুল বিজন-বাসিনী॥
যেচেছ কত না আদর সোহাগ
ক্ষণে অভিমান ক্ষণে অনুরাগ,
কত প্রিয় নামে ডেকেছ আমায় সে কি গো গেছ ভুলে মধুভাষিণী॥
আমার সাধ-আশ-সাধনা-সুখ-হাসি
তোমার সনে প্রিয় সকলি গেছে ভাসি,
কেন ফেলে দিলে নিরাশার কূলে,
কোন্ অপরাধে বল উদাসিনী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের জুন (জ্যৈষ্ঠ- ১৩৪০)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ২ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। ভৈরবী- আদ্ধা
কাওয়ালি]।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৪২। ভৈরবী- আদ্ধা কাওয়ালি। পৃষ্ঠা
৩০৬]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৭৮৬। পৃষ্ঠা:
৫৩০]
- রেকর্ড:
এইচএমভি [জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ- আষাঢ় ১৩৪০)]। এন ৭১১৩। শিল্পী:
হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
-
সুরাঙ্গ: রাগাশ্রয়ী