বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমার নয়নে কৃষ্ণ-নয়নতারা
রাগ: সিন্ধু মিশ্র, তাল: কাহার্বা
আমার নয়নে কৃষ্ণ-নয়নতারা হৃদয়ে মোর রাধা-প্যারী।
আমার প্রেম-প্রীতি-ভালোবাসা শ্যাম-সোহাগী গোপ-নারী॥
আমার স্নেহে জাগে সদা
পিতা নন্দ মা যশোদা,
ভক্তি আমার শ্রীদাম-সুদাম আঁখি-জল যমুনা-বারি॥
আমার সুখের কদম-শাখায়
কিশোর হরি বংশী বাজায়
আমার দুখের তমাল ছায়ায়
─
লুকিয়ে খেলে বন-বিহারী॥
মুক্ত আমার প্রাণের গোঠে চরায় ধেনু রাখাল-কিশোর,
আমার প্রিয়জনে নেয় সে হরি', সেই ত ননী খায় ননী-চোর।
রাধা-কৃষ্ণ-কথা শুনায়
─
দেহ ও মন শুক-শারী॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি
(মাঘ-ফাল্গুন ১৩৩৯) মাসে গানটি প্রথম এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত
হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৮ মাস।
- রেকর্ড:
-
এইচএমভি। [ফেব্রুয়ারি
১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)। এন ৭০৭৯। শিল্পী: গোপাল সেন]
- কলম্বিয়া [সেপ্টেম্বর ১৯৫২ (ভাদ্র
-আশ্বিন ১৩৫৯)। জিই ২৪৬১৮। শিল্পী: উত্তরা দেবী
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪।
গীতি-শতদল-৬২। সিন্ধু-মিশ্র-কার্ফা]।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল।
গান সংখ্যা ৬২। সিন্ধু-মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ৩১৭-৩১৮]
-
সুরলিপি। [১৬ আগষ্ট
১৯৩৪ (বুধবার, ৩১ শ্রাবণ ১৩৪২)]।
জগৎঘটক-কৃত স্বরলিপি। প্রকাশক:
নজরুল ইসলাম।
মিশ্র-সিন্ধু-কার্ফা। পৃষ্ঠা: ৭৩-৭৫। [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দু ধর্ম। বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন