বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আজি আকাশ মধুর বাতাস মধুর, মধুর গানের সুর
আজি আকাশ মধুর বাতাস মধুর, মধুর গানের সুর
আজি ভুবন লাগে মধুর।
পরানের কাছে যেন আসিয়াছে হারানো প্রিয়া সুদূর॥
একি মাধুরী
জড়িত লতায় পাতায়,
যাহা হেরি
তাই পরান মাতায়,
অবনি ভরিয়া ঝরিছে লাবনি মাধুরীতে ভরপুর॥
আগেও ফুটেছে এ গাঁয়ের মাঠে পথপাশে
ভাঁটফুল,
এই পথ বেয়ে জলে যেত বধূ পিঠভরা এলোচুল।
আজ মনে হয়
নতুন সকলি
মধুময় লাগে
বিহগ কাকলি
আজি অকারণ নেচে ফেরে মন যেন বনের ময়ূর॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর তারিখে
এইচএমভি রেকর্ড কোম্পানির সঙ্গে কবির চুক্তিপত্র হয়। ধারণা করা হয়,
চুক্তিপত্রে উল্লিখিত নতুন গানগুলো এই সময়ের কিছু আগে রচিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের ৩৭ বৎসর
৩ মাস ।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১০৩৯। পৃষ্ঠা: ৩১৭]
- রেকর্ড:
- ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর
(বুধবার ১৪ আশ্বিন
১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির চুক্তিপত্র হয়। এই
চুক্তিপত্রে গানটি ছিল।
-
এইচএমভি [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)]। এন ৯৮২১। শিল্পী: গিরীন
চক্রবর্তী
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ। [নজরুল
সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন
১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ২০-২৩। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি [মুগ্ধতা]
- সুরাঙ্গ: গজল
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা