বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আজি আকাশ মধুর বাতাস মধুর, মধুর গানের সুর
আজি আকাশ মধুর বাতাস মধুর, মধুর গানের সুর
                            আজি ভুবন লাগে মধুর।
পরানের কাছে যেন আসিয়াছে হারানো প্রিয়া সুদূর॥
        একি মাধুরী জড়িত লতায় পাতায়,
        যাহা হেরি তাই পরান মাতায়,
অবনি ভরিয়া ঝরিছে লাবনি মাধুরীতে ভরপুর॥
আগেও ফুটেছে এ গাঁয়ের মাঠে পথপাশে ভাঁটফুল,
এই পথ বেয়ে জলে যেত বধূ পিঠভরা এলোচুল।
        আজ মনে হয় নতুন সকলি
        মধুময় লাগে বিহগ কাকলি
আজি অকারণ নেচে ফেরে মন যেন বনের ময়ূর॥