বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আদরিণী মোর কালো মেয়ে রে কেমনে কোথায় রাখি
আদরিণী মোর কালো মেয়ে রে কেমনে
কোথায় রাখি।
তারে রাখিলে চোখে বাজে ব্যথা বুকে বুকে রাখিলে দুখে ঝুরে আঁখি॥
কাঙাল যেমন পাইলে রতন লুকাতে
ঠাঁই নাহি পায়;
তেমনি আমার শ্যামা মেয়েরে জানি
না রাখিব কোথায়।
দুরন্ত মোর এই মেয়েরে
বাঁধব আমি কি দিয়ে রে,
(তাই) পালিয়ে যেতে চায় সে যবে আমি অমনি মা ব’লে ডাকি॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি
(মাঘ-ফাল্গুন ১৩৪৩) মাসে,
এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড
প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৩৭ বৎসর ৮ মাস।
- রেকর্ড:
এইচএমভি। ফেব্রুয়ারি
১৯৩৭ (মাঘ-ফাল্গুন ১৩৪৩)।
এন ৯৮৫৩।
নীলমণি সিংহ
- গ্রন্থ:
-
রাঙা জবা। কাজী নজরুল ইসলাম। প্রথম সংস্করণ। হরফ প্রকাশনী, কলিকাতা [১৪
এপ্রিল ১৯৬৬)। ১লা বৈশাখ ১৩৭৩] গান সংখ্যা ৪৪। পৃষ্ঠা: ৫২।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২।
গান সংখ্যা ১০৫৪]