বিষয়: নজরুল সঙ্গীত শিরোনাম: আমার সকলি হরেছ হরি এবার আমায় হ’রে নিও
রাগ: আশাবরি, তাল: কাওয়ালি
আমার সকলি হরেছ হরি এবার আমায় হ’রে নিও। যদি সব হরিলে নিখিল-হরণ তবে ঐ চরণে শরণ দিও॥ আমায় ছিল যারা আড়াল ক’রে
হরি তুমি নিলে তাদের হ’রে, ছিল প্রিয় যারা গেল তারা (হরি) এবার তু্মিই হও হে প্রিয়॥
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত
'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯)। ভজন। জৈনপুরী-তেতাল। পৃষ্ঠা: ৪৬]
রেকর্ড: ১৯৩২ খ্রিষ্টাব্দের ১২ই ফেব্রুয়ারি [২৯ মাঘ ১৩৩৮]
নজরুলের সাথে এইচএমভির সাথে একটি চুক্তি হয়। এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড
করেছিল। তবে শেষ পর্যন্ত গানটি প্রকাশিত হয় নি।