বিষয়:
নজরুল সঙ্গীত
শিরোনাম :
আল্লা ব’লে কাঁদ বারেক্ রসুল ব’লে কাঁদ্
আল্লা ব’লে কাঁদ বারেক্ রসুল ব’লে কাঁদ্।
সাফ্ হবে তোর মনের আকাশ উঠবে ঈদের চাঁদ॥
ভোগে কেবল দুর্ভোগ সার, বাড়ে দুখের বোঝা
ত্যাগ শিখ্ তুই সংযম শিখ, সেই তো আসল রোজা,
এই রোজার শেষে ঈদ আস্বে, রইবে না বিষাদ॥
আস্বে খোদার দরগা থেকে শিরনি তোর তরে
কমলিওয়ালা নবীর দেখা পাবি রে অন্তরে,
খোদার প্রেমের স্রোত বইবে ভেঙ্গে মনের বাঁধ॥
তোর হৃদয়ের কারবালাতে বইবে ফোরাত নদী
শহীদের দর্জা তোরে দেবেন আল্লা হাদী,
দুনিয়াদারি ক’রেই পাবি বেহেশ্তেরি স্বাদ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৭),
টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৪১ বৎসর ১ মাস।
- রেকর্ড: টুইন।
জুলাই ১৯৪০ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৭) । এফটি ১৩৩৬৫। মাস্টার মোহন (হরিহর শুক্লা)। সুরকার:
কে মল্লিক।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্ম সঙ্গীত [ইসলামি গান, হামদ-নাত মিশ্র]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- রাগ:
ভীম পলশ্রী
- তাল:
কাহারবা