বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম : আল্লা ব’লে কাঁদ বারেক্ রসুল ব’লে কাঁদ্
      আল্লা ব’লে কাঁদ বারেক্ রসুল ব’লে কাঁদ্।
      সাফ্ হবে তোর মনের আকাশ উঠবে ঈদের চাঁদ॥
      ভোগে কেবল দুর্ভোগ সার, বাড়ে দুখের বোঝা
      ত্যাগ শিখ্ তুই সংযম শিখ, সেই তো আসল রোজা,
এই  রোজার শেষে ঈদ আস্‌বে, রইবে না বিষাদ॥
      আস্‌বে খোদার দরগা থেকে শিরনি তোর তরে
      কমলিওয়ালা নবীর দেখা পাবি রে অন্তরে,
      খোদার প্রেমের স্রোত বইবে ভেঙ্গে মনের বাঁধ॥
      তোর হৃদয়ের কারবালাতে বইবে ফোরাত নদী
      শহীদের দর্‌জা তোরে দেবেন আল্লা হাদী,
      দুনিয়াদারি ক’রেই পাবি বেহেশ্‌তেরি স্বাদ॥