বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি মদিনা মহারাজার মেয়ে সকলের জানা আছে
 


              নাট্যগীতি: ‘মদিনা’

আমি মদিনা মহারাজার মেয়ে সকলের জানা আছে।
নৌজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে॥
            আমি গান গাইতে জানি
            তুমি কি গান লিখতে জান?
তাহলে তুমি বাড়ি গিয়ে আমার তরে অনেক গান লিখে আন।
তাহলে তোমায় মালা গেঁথে দিব

মোর গুল বাগানে অনেক ফুল ফুটেছে ফুলের গাছে॥
            তুমি মহারাজার, বাদশার ছেলে হও
            তাহলে আমার ঘরে এসে কথা কও,
            তব ভালো নাম কি হে কবি
            তাহলে আঁকব আমি তোমার ছবি,
আমি পর্দানশীন কুমারী, মোরে এখনো কেউ নাহি যাচে॥