বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আয় ইরানি মেয়ে জংলা-পথ বেয়ে আয় লো 
	
		
		আয় ইরানি মেয়ে জংলা-পথ বেয়ে আয় লো।
            
	নদী যেমন চাঁদে
            
	ঢেউ-এর মালায় বাঁধে,
তেমনি চাঁদে বাঁধব চিরুনির মত এলো খোঁপায় লো॥
দুপুর রাতে ঝিঁ ঝিঁ ঝিল্লি-নূপুর বাজে
বেদের বাঁশি কাঁদে বৌ-এর বুকের মাঝে,
কাঁটা দিয়ে ওঠে গোলাপ-লতার গায়ে বুল্বুলি কোথায় লো॥
বেদে গেছে বনে গো হরিণী শিকারে,
হরিণ-আঁখি তার প্রেয়সী তাঁবুতে কাঁদে মনের বিকারে।
আমাদের জল্সায় সাকি-শিরাজি নাই
আসমানের তারা-ফুল নিঙ্ড়ে তাই১ মধু খাই,
           
	বঁধু যখন আসবে
           
	চেয়ে চেয়ে হাসবে,
কবরীর যুঁই ছুঁড়ে ফেলে দিব পায় লো॥
		
	
	- 
	রচনাকাল ও স্থান:
	গানটির  রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৬ মার্চ  (শুক্রবার, ৩ চৈত্র ১৩৪৬), কলকাতা বেতারকেন্দ্র থেকে নজরুলের রচিত 'ইরানের স্বপ্ন' নামক গীতি-আলেখ্য প্রচারিত হয়। এই নাটকে এই গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
 
- 
	গ্রন্থ: 
	
		- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। 
		তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ১১২৯।]
- নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ (একাদশ খণ্ড)। বাংলা 
	একাডেমী ঢাকা। ২৫শে মে ২০১১। অগ্রন্থিত গান ৯৩। পৃষ্ঠা: ৪৫।
 
 
- বেতার: 
	- ইরানের স্বপ্ন (গীতিকা)
		
	- প্রথম প্রচার:  কলকাতা বেতার কেন্দ্র। [১৬ মার্চ ১৯৪০ (শনিবার, 
			৩ চৈত্র ১৩৪৬)।  প্রচার সময়: রাত ৭-১৫-৭.৫৯ মিনিট। শিল্পী: শৈল দেবী।
 সূত্র: [বেতার জগৎ। ১১শ বর্ষ, ৬ষ্ঠ। ১৬ মার্চ ১৯৪০। পৃষ্ঠা ৩০৪
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ২৬ অক্টোবর ১৯৪০ (শনিবার ৯ কার্তিক ১৩৪৭)। প্রচার সময়: রাত ৮টা 
			থেকে ৮.৩৮ মিনিট। 
 সূত্র:
		
			- [বেতার জগৎ। ১১শ বর্ষ, ২০শ [১৬ অক্টোবর ১৯৪০] পৃষ্ঠা: ১১০৯ 
- 
			The Indian leistener [Vol. V. No. 20. (26 October, 1940 Page 
	1685)] Calcutta 1, Transmission III,  Dream of Iran