ইরানের স্বপ্ন
নজরুলের রচিত বেতার গীতিকা।
১৯৪০ খ্রিষ্টাব্দের ১৬ই মার্চ (শনিবার, ৩০ ১৩৪৬),
সন্ধ্যা ৭.১৫-৭.৫৯টায় কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রথম প্রচারিত হয়েছিল 'ইরানের স্বপ্ন'
নামক গীতিকা। পারশ্য দেশীয় সুরাবলম্বনে রচিত গান দিয়ে এই সঙ্গীতানুষ্ঠান সাজানো
হয়েছিল। এই অনুষ্ঠানের সংগঠক ছিলেন নজরুল ইসলাম।
প্রথম প্রচার
- কলকাতা বেতার কেন্দ্র। [১৬ মার্চ ১৯৪০ (শনিবার,
৩ চৈত্র ১৩৪৬)]। প্রচার সময়: রাত ৭-১৫-৭.৫৯টা। বেতার জগৎ পত্রিকার ১১শ
বর্ষ, ৬ষ্ঠ [১৬ মার্চ ১৯৪০] সংখ্যার ৩০৪ পৃষ্ঠায় এই অনুষ্ঠানের বিষয়ে প্রকাশিত
তথ্য ছিল
- ইরাণের স্বপ্ন (সঙ্গীতানুষ্ঠান)
- রচনা ও সংগঠনা: কবি কাজি নজরুল ইসলাম
- বর্ণনা: অনিল দাস
- সঙ্গীত সহযোগী: সুরেন্দ্রলাল দাসের পরিচালনায় যন্ত্রীসংঘ।
- বিভিন্ন অংশে: গীতা মিত্র. শৈল দেবী, গিরিণ চক্রবর্ত্তী
দ্বিতীয় প্রচার:
- কলকাতা বেতার কেন্দ্র। [২৬ অক্টোবর ১৯৪০ (শনিবার ৯ কার্তিক ১৩৪৭)]। সান্ধ্য
অনুষ্ঠান। প্রচার সময়: রাত ৮টা
থেকে ৮.৩০টা। বেতার জগৎ পত্রিকার ১১শ বর্ষ, ২০শ [১৬ অক্টোবর ১৯৪০]
সংখ্যার ১১০৯ পৃষ্ঠায় এই অনুষ্ঠানের বিষয়ে প্রকাশিত তথ্য ছিল-
- ইরাণের স্বপ্ন (গীতিকা)
- রচনা ও সংগঠনা: কবি কাজি নজরুল ইসলাম
- সহযোগী সঙ্গীত : যন্ত্রীসংঘ।
- বর্ণনা: অনিল দাস
- গীতাংশ: শৈল দেবী, ইলা ঘোষ ও চিত্তরঞ্জন রায়
উভয় প্রচারে
মোট ৫টি
গান প্রচারিত হয়েছিল। গানটি হলো-
- আয় ইরানী মেয়ে জংলা-পথ বেয়ে
[তথ্য]
- ইরানের বুলবুলি কি এলে
[তথ্য]
- ইরানের রূপ-মহলের শাহজাদী শিঁরী
[তথ্য]
- পরি' জাফরানী ঘাগরি
[তথ্য]
- ফুলের জলসায় নীরব কেন কবি
[তথ্য]
সূত্র:
- নজরুল যখন বেতারে। আসাদুল হক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী। মার্চ ১৯৯৯। পৃষ্ঠা: ১৪১ ও ১৭১।
- নজরুল রচনাবলী দ্বাদশ খণ্ড। বাংলা
একাডেমী ঢাকা। ২৫শে মে ২০১১। পৃষ্ঠা: ৪৫।
The Indian leistener [7 October, Vol. V. No. 20. (26 October, 1040 Page
1685)] Calcutta 1, Transmission III, Dream of Iran