বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পরি' জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
আরবী সুর, তাল : কাহারবা
পরি' জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
ইরানি কিশোরী হেসে' হেসে'॥
চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে
চলিছে সহেলি এলোকেশে॥
পাপিয়া পিয়া পিয়া ডাকে শাখে ─
পিয়া পিয়া পিয়া পিয়া
কাহারে ভালোবেসে॥
মনে সে শিরাজির নেশা লাগায়
আঁখি-ইঙ্গিতে গোলাপ ফোটায়।
তারি সুরে রহি' রহি' বিরহীর রবাব ঝুরে
বুল্বুলি পথ ভুলি' ইহারি লাগি' এলো এ দেশে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর
(আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড
প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
- রেকর্ড:
এইচএমভি [অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)। এন ৯৭৮৭। শিল্পী
অণিমা (বাদল)। সুর: নজরুল ইসলাম। আরবী নাচের গান]
- বেতার:
- ইরানের স্বপ্ন (গীতিকা)
- প্রথম প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। [১৬ মার্চ ১৯৪০ (শনিবার,
৩ চৈত্র ১৩৪৬)। প্রচার সময়: রাত ৭-১৫-৭.৫৯ মিনিট। শিল্পী: শৈল দেবী।
সূত্র: [বেতার জগৎ। ১১শ বর্ষ, ৬ষ্ঠ। ১৬ মার্চ ১৯৪০। পৃষ্ঠা ৩০৪
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ২৬ অক্টোবর ১৯৪০ (শনিবার ৯ কার্তিক ১৩৪৭)। প্রচার সময়: রাত ৮টা
থেকে ৮.৩৮ মিনিট।
সূত্র:
- [বেতার জগৎ। ১১শ বর্ষ, ২০শ [১৬ অক্টোবর ১৯৪০] পৃষ্ঠা: ১১০৯
-
The Indian leistener [Vol. V. No. 20. (26 October, 1940 Page
1685)] Calcutta 1, Transmission III, Dream of Iran
স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই
২০০৬] ২১ সংখ্যক গান।
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: ইরানীয় সুর