পরি' জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
ইরানি কিশোরী হেসে' হেসে'॥
চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে
চলিছে নবেলি এলোকেশে॥
পাপিয়া পিয়া পিয়া ডাকে শাখে ─ পিয়া পিয়া পিয়া পিয়া
কাহারে ভালোবেসে॥
মনে সে শিরাজির নেশা লাগায়
আঁখি-ইঙ্গিতে গোলাপ ফোটায়।
তারি সুরে রহি' রহি' বিরহীর রবাব ঝুরে
বুল্বুলি পথ ভুলি' ইহারি লাগি' এলো এ দেশে॥
চলিছে নবেলি এলোকেশে॥ [রেকর্ড]
চলিছে সহেলি এলোকেশ [নজরুল-সংগীত সংগ্রহ]
- [বেতার জগৎ। ১১শ বর্ষ, ২০শ [১৬ অক্টোবর ১৯৪০] পৃষ্ঠা: ১১০৯
- The Indian leistener [Vol. V. No. 20. (26 October, 1940 Page 1685)] Calcutta 1, Transmission III, Dream of Iran