বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ইরানের বুলবুলি কি এলে পথ ভুলে
ইরানের বুলবুলি কি এলে পথ ভুলে
গোলাপের স্বপ্ন ল'য়ে সিন্ধু নদী-কূলে॥
চন্দনের গন্ধে কবি মিশালে হেনার সুরভি
তোমার গানে মরুভূমির দীর্ঘশ্বাস দুলে॥
কোন সাকির আঁখির করুণা নাহি পেয়ে
মরুচারী হে বিরহী, এলে মেঘের দেশে ধেয়ে।
হেথা কাজল আঁখি নিরখি’
তৃষ্ণা তব জুড়াল কি,
লালা ফুলের বেদনা ভুলিবে কি পলাশ ফুলে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৬ মার্চ (শুক্রবার, ৩ চৈত্র ১৩৪৬), কলকাতা বেতারকেন্দ্র থেকে নজরুলের রচিত 'ইরানের স্বপ্ন' নামক গীতি-আলেখ্য প্রচারিত হয়। এই নাটকে এই গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
-
গ্রন্থ:
- সন্ধ্যামালতী। কাজী নজরুল ইসলাম। প্রথম সংস্করণ (মিত্র ও ঘোষ, কলকাতা,
শ্রাবণ ১৩৭৭)। গান সংখ্যা ১৮। পৃষ্ঠা: ৯-১০।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ১১৪৫।]
- নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ (সপ্তম খণ্ড)। বাংলা
একাডেমী ঢাকা। ২৫শে মে ২০০৮। সন্ধ্যামালতী গান সংখ্যা ১৭। পৃষ্ঠা: ১৩৫।
- নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ (একাদশ খণ্ড)। বাংলা
একাডেমী ঢাকা। ২৫শে মে ২০১১। বাংলা
একাডেমী ঢাকা। ২৫শে মে ২০১১। অগ্রন্থিত গান ৯। পৃষ্ঠা: ৬-৭।
- বেতার:
-
ইরানের স্বপ্ন (গীতিকা)
- প্রথম প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। [১৬ মার্চ ১৯৪০ (শনিবার, ৩
চৈত্র ১৩৪৬)। প্রচার সময়: রাত ৭-১৫-৭.৫৯ মিনিট। শিল্পী: শৈল দেবী।
- সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ৬ষ্ঠ। ১৬ মার্চ ১৯৪০। পৃষ্ঠা ৩০৪
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ২৬ অক্টোবর ১৯৪০ (শনিবার ৯
কার্তিক ১৩৪৭)। প্রচার সময়: রাত ৮টা থেকে ৮.৩৯ মিনিট।
- বেতার জগৎ। ১১শ বর্ষ, ২০শ [১৬ অক্টোবর ১৯৪০] পৃষ্ঠা: ১১০৯
- The Indian
leistener [Vol. V. No. 20. (26 October, 1940 Page 1685)]
Calcutta 1, Transmission III, Dream of Iran