বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ইরানের রূপ-মহলের শাহজাদী শিঁরি
নাটক:
'মদিনা', তাল: কাহার্বা
ইরানের রূপ-মহলের শাহজাদী শিঁরি! জাগো জাগো শিঁরি।
'প্রিয়া জাগো' ব'লে ফরহাদ ডাকে শোনো আজো১ রাতে ধীরি ধীরি॥
তুমি ধরা দিবে তারে বলেছিলে, বে-দরদি,
যদি পাহাড় কাটিয়া আনিতে পারে সে নদী।
হের গো শিলায় শিলায় আজি উঠিয়াছে ঢেউ
সেথা তব মুখ ছাড়া নাহি আর কেউ,
প্রেমের পরশে যেন মোমের পুতুল হয়েছে পাষাণ-গিরি॥
গলিল পাষাণ, তুমি গলিলে না ব'লে
─
যে প্রেমিক মরেছিল তোমার পাষাণ-প্রতিমার তলে,
সেই বিরহীর রোদন যেন গো উঠিছে ভুবন ঘিরি’॥
১. আধো
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৬ই মার্চ (শুক্রবার,
৩ চৈত্র ১৩৪৬), সন্ধ্যা ৭.১৫টায় কলকাতা
বেতারকেন্দ্র থেকে ইরানের স্বপ্ন (গীতিকা) প্রথম
প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
-
গ্রন্থ:
- সন্ধ্যামালতী। কাজী নজরুল ইসলাম। প্রথম সংস্করণ (মিত্র ও ঘোষ, কলকাতা,
শ্রাবণ ১৩৭৭)। গান সংখ্যা ৬৪। পৃষ্ঠা: ৩২।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ১১৪৬।]
- নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ (সপ্তম খণ্ড)। বাংলা
একাডেমী ঢাকা। ২৫শে মে ২০০৮। সন্ধ্যামালতী গান সংখ্যা ৫৫। পৃষ্ঠা: ১৫৩।
- মদিনা।
- নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ অষ্টম খণ্ডে [১২ই ভাদ্র ১৪১৫,
২৭শে আগষ্ট ২০০৮। মদিনা। ১২। আমার 'মদিনা' নাটক। নৌজোয়ানের গান। পৃষ্ঠা:
৩০৬]
- বেতার:
-
ইরানের স্বপ্ন (গীতিকা)
- প্রথম প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। [১৬ মার্চ ১৯৪০ (শনিবার, ৩
চৈত্র ১৩৪৬)। প্রচার সময়: রাত ৭-১৫-৭.৫৯ মিনিট। শিল্পী: শৈল দেবী।
- সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ৬ষ্ঠ। ১৬ মার্চ ১৯৪০। পৃষ্ঠা ৩০৪
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ২৬ অক্টোবর ১৯৪০ (শনিবার ৯
কার্তিক ১৩৪৭)। প্রচার সময়: রাত ৮টা থেকে ৮.৩৯ মিনিট।
- বেতার জগৎ। ১১শ বর্ষ, ২০শ [১৬ অক্টোবর ১৯৪০] পৃষ্ঠা: ১১০৯
- The Indian
leistener [Vol. V. No. 20. (26 October, 1940 Page 1685)]
Calcutta 1, Transmission III, Dream of Iran
সূত্র:
- নজরুল যখন বেতারে। আসাদুল হক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী। মার্চ ১৯৯৯। পৃষ্ঠা: ১৪১ ও ১৭১।
The Indian leistener [7 October, Vol. V. No. 20. (26 October, Page
1685)] Calcutta 1, Transmission III, Dream of Iran