বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেন ঝুলনাতে একেলা দোলে

        কেন ঝুলনাতে একেলা দোলে রাইকিশোরী।
        বুঝি মেঘের মাঝে হারিয়ে গেল মেঘ-বরণ হরি॥
        সই     দধির মাঝে ননী থাকে
        মোরা   মথন করে আনি তাকে,
মোরা  নিঙ্‌ড়ে মেঘের সাগর, শ্যামে আনব বাহির করি'॥
ঐ      কালাকে সই ভালো জানি, জানি তাহার ঢং,
তার    কৃষ্ণ রূপের আঁধার খরা শুধু রাধার রং।
         যে     না থাকিলে রাধার মাঝে
                 দোলনাতে রাই দুলত না যে
সই     মেঘ যদি না থাকে সই কেন চমকায় বিজরী॥

সূত্র: