প্রচারকেন্দ্র:  কলকাতা-ক।  সান্ধ্য অনুষ্ঠান
প্রচারের তারিখ ও 
সময়।  ১৩ আগষ্ট ১৯৪০ (মঙ্গলবার ২৮ শ্রাবণ ১৩৪৭)। প্রচার সময়: সন্ধ্যা ৮.০০-৮.৩৯। 
		রচয়িতা: কাজী নজরুল 
		ইসলাম
		সহযোগিতায়: যন্ত্রী সংঘ
		শিল্পী: শৈলদেবী, কুসুম গোস্বামী এবং চিত্তরঞ্জন রায়
  
		   সূত্র: 
এই গীতি-আলেখ্যে নজরুলের রচিত ৬টি গান ব্যবহৃত হয়েছিল। গানগুলো হলো-
- বেতারজগৎ। ১১শ বর্ষ, ১৫শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৩৫
- The Indian-listener 1940, Vol V, No 15. page 1181