বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ধারা জলের ঝালর ঢাকা শ্যাম চাঁদের মুখে
ধারা জলের ঝালর ঢাকা শ্যাম চাঁদের মুখে।
দোলার ছলে অমন করে পড়িস নে রাই ঝুঁকে॥
যে বনমালার ছোঁয়ার আশে,
দুলি মোরা আশে পাশে,
সেই বনমালা দু-হাত দিয়ে জড়াস নে লো বুকে॥
রাই নূপুর কেন থামায় লো তার পায়ে দিয়ে পা;
আঁচল দিয়ে ঝাঁপিস নে লো শ্যামের আদুল গা।
মোরা চোখে চোখে বাঁধব রাখি,
ঢাকিস্‌ নে ওর কাজল আঁখি,
আজ পরান পরান ভ’রে দেখব মোরা পরান বঁধুকে॥

সূত্র: