বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঝুলনের হিন্দোলা দোলে
ঝুলনের হিন্দোলা দোলে, আনন্দ-কিশোর কোলে,
ইন্দ্র-কিশোরী দোলে, মহাভাবে বিহ্বলা, দোলে দোলে।
ঝ্ম ঝম্ ঝম্ করে বাদল মেঘ বাদল মেঘ-বরণ ফুল-
ঝরে ধরার অঞ্জলি কেয়া-কদম্ব-বকুল।

সৃষ্টির যত চাঁদ আজ ঝুলনে, দলে দলে দোলে রাধাকৃষ্ণ সনে।
বৃন্দাবনে ভাব-বিলাসে দোলে প্রেম-ব্রজবাসী
পুব-হাওয়ায় শুনি সরলা গোপনীর তরল হাসি।
আধার নূপুর বাজে রুধির ধারায়,
হৃদি-যমুনায় হানে তাল, তরঙ্গ উতরোলা॥

   সূত্র: