বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: থৈ থৈ জলে ডুবে গেছে পথ
থৈ থৈ জলে ডুবে গেছে পথ এসো এসো পথ ভোলা,
সবাই দুয়ার বন্ধ করেছে (আছে) আমার দুয়ার খোলা॥
               সৃষ্টি ডুবায়ে ঝরুক বৃষ্টি,
               ঘন মেঘে ঢাকো সবার দৃষ্টি,
ভুলিয়া ভুবন দুলিব দু'জন গাহি' প্রেম হিন্দোলা॥
সব পথ যবে হারাইয়া যায় দুর্দিনে মেঘে ঝড়ে,
কোন পথে এসে সহসা সেদিন দোলো মোরে বুকে ধ'রে।
            নিরাশা-তিমিরে ঢাকা দশ দিশি,
            এলো যদি আজ মিলনের নিশি,
আশাঢ়-ঝুলনা বাঁধিয়া শ্রী হরি দাও দাও মোরে দোলা॥

সূত্র: