বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ূর ডাকে
দ্বৈত: আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ূর ডাকে,
দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥
স্ত্রী: সঙ্গে ল'য়ে গোপ-গোপীরে
পুরুষ: ব্রজের-কিশোর যাবে ফিরে
দ্বৈত : লীলা-কিশোর শ্যাম যে লীলা-সাথীর সাথে থাকে
আবার
শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ূর ডাকে॥
দ্বৈত: দোলনা বেঁধে রইবো চেয়ে আমরা মেঘের পানে
আয় ওরে আয়, নির্জন বনকে জাগাই সেই কাজরী গানে গানে।
স্ত্রী:
বৃষ্টি ধারায় টাপুর টুপুর
পুরুষ: শুনব তাহার পায়ের নূপুর
দ্বৈত: বিজলিতে তার চপল চাওয়া দেখব মেঘের ফাঁকে॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগস্ট
(শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
- রেকর্ড: টুইন [আগষ্ট
১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) এফটি ১২৪৯০। শিল্পী: বীণা দত্ত ও ভক্তিরঞ্জন রায়, সুরকার: সুবল দাশগুপ্ত]
[শ্রবণ
নমুনা]
- বেতার:
হিন্দোলা
গীতানুষ্ঠান। কলকাতা বেতার কেন্দ্র-ক। সান্ধ্য অনুষ্ঠান। [১৩ আগষ্ট ১৯৪০ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার
২৮ শ্রাবণ ১৩৪৭)] সন্ধা: ৮.০০-৮.৩৯।
-
গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৩২৮। তাল: কাহারবা। পৃষ্ঠা: ১০২]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দ্বাদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। দ্বিতীয় গান।
[নমুনা]
-
সুরকার:
সুবল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: কাজরী
সূত্র:
- বেতারজগৎ। ১১শ বর্ষ, ১৫শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৩৫
- The
Indian-listener
1940, Vol V, No 15. page 1181