বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ূর ডাকে
দ্বৈত: আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ূর ডাকে,
       দোল্‌না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥

স্ত্রী:   সঙ্গে ল'য়ে গোপ-গোপীরে
পুরুষ: ব্রজের-কিশোর যাবে ফিরে
দ্বৈত : লীলা-কিশোর শ্যাম যে লীলা-সাথীর সাথে থাকে
        আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ূর ডাকে॥

দ্বৈত: দোলনা বেঁধে রইবো চেয়ে আমরা মেঘের পানে
        আয় ওরে আয়, নির্জন বনকে জাগাই সেই কাজরী গানে গানে।
স্ত্রী:     বৃষ্টি ধারায় টাপুর টুপুর
পুরুষ: শুনব তাহার পায়ের নূপুর
দ্বৈত: বিজলিতে তার চপল চাওয়া দেখব মেঘের ফাঁকে॥

সূত্র: