বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম:  কন্যার পায়ের নূপুর বাজে রে বাজে রে
	
		
			কন্যার পায়ের নূপুর বাজে রে বাজে 
		রে।
         রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে 
		রে।
যেন    ভোমরারি ঝাঁক উড়ে গেল ফুল-বনের মাঝে রে॥
         কালো জলে নামলো যেন বুনো হাঁসের 
		দল,
যেন    পাহাড় বেয়ে' ছুটে এলো ঝর্না ছলছল
         থির সায়রে টাপুর-টুপুর ঝরে মেঘের 
		জল
         যেন বাদল সাঁঝে রে॥
যেন    আচম্কা নিঝুম রাতে গাঙে জোয়ার এলো
         ঝরা পাতায় চৈতী বাতাস বইলো 
		এলোমেলো।
                      
		সে সুর ওঠে রিম্ঝিমিয়ে
                      
		আমার বুকে চমক্ দিয়ে
         মহুয়া-ডালে গানের পাখি নীরব হলো 
		লাজে রে॥
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
	কিছু জানা যায় না।
	১৯৩৯ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র 
	১৩৪৫-বৈশাখ ১৩৪৬)
	মাসে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল 
	৩৯  বৎসর ১০  মাস।
 
 
- রেকর্ড: 
	এইচএমভি [এপ্রিল ১৯৩৯ (চৈত্র ১৩৪৫-বৈশাখ ১৩৪৬)]। 
	এন ১৭২৮৩।  শিল্পী: 
	মাধুরী দে।
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	
	
	- নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ৫৩-৫৭]
	[নমুনা]
 
 
- পর্যায়:
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: ঝুমুরাঙ্গ