বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কৃষ্ণা নিশীথ নাচে ঝিল্লির নূপুর বাজে
       কৃষ্ণা নিশীথ নাচে ঝিল্লির নূপুর বাজে।
       রিমিঝিমি রিমিঝিমি মৃদু আওয়াজে॥
       আঁধারের চাঁচর চিকুর খুলিয়া
       আপন মনে নাচে হেলিয়া দুলিয়া,
       মুঠি মুঠি হিম-কণা তারা-ফুল তুলিয়া
       ছুঁড়ে ফেলে ধরণী মাঝে॥
তার  মণি-হার খুলে পড়ে উল্কা-মানিক,
তার  নাচের নেশায় ঝিমায় দশ্‌দিক।
       আধো-রাতে আমি শুনি স্বপনে
তার  গুঞ্জন-গীত কানে-কথা গোপনে,
       কালো-রূপের শিখা, ওকি শ্যামা বালিকা
       নাচে নাচে জাগাইতে নটরাজে॥