ঢালো মদিরা মধু ঢালো, (ঢালো আরো) মদ রঞ্জিত হোক পান্সে চাঁদের আলো॥ সারা দিনমান গোল বিফল কাজে, জাগে হৃদয়ে আনন্দ তৃষ্ণা সাঁঝে। চাহে পরান বিধুর সুরা আর সুর ─ আর অনুরাগ রাঙা দু'টি নয়ন কালো॥
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১
কার্ত্তিক ১৩৪৬),
মিনার্ভা থিয়েটার মঞ্চে মহেন্দ্র গুপ্তের 'দেবী দুর্গা'
মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০
বৎসর ৪ মাস।
মঞ্চ: দেবী দুর্গা (নাটক)।
[মিনার্ভা থিয়েটার, ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার,
১ কার্ত্তিক ১৩৪৬)] প্রথম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। নর্তকীদের গান।