বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: ধানের ক্ষেতের ঢেউ লেগে আজ 
	
		
ধানের ক্ষেতের ঢেউ লেগে আজ প্রাণের 
								বাঁধন ভাঙল রে!
								আমার মনের পুঞ্জিত মেঘ অরুণ-রঙে রাঙল রে॥
								           
								নাচ ভুলেছে বনের কেকা
								           
								দ্বন্দ্ব ভুলে' হলাম একা,
								ময়ূরকণ্ঠী শুভ্র-হংস-মালার পরশ লাগল রে॥
								মেহেদি ফুলের মঞ্জরি মোর মন কেবলি রঙ লুকায়,
								শিলায় দলি’ রূপের কলি, আল্তা হবো তাহার পায়।
								           
								জ্বাল দীপালি খোল রে দুয়ার
								           
								আসে শারদ-জ্যোতির জোয়ার,
								আবার আনন্দিনীর আগমনের কৃপার আশা জাগল রে॥
		
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় 
	না।
১৯৪১ খ্রিষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর
(শনিবার, ২৭ ভাদ্র ১৩৪৮) 
		কলকাতা বেতারকেন্দ্র ক-এর তৃতীয় অধিবেশনে
শারদশ্রী গীতিচিত্রটি প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানটি রচনা ও প্রযোজনায় ছিলেন কাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানের যন্ত্রসহযোগিতায় ছিল- যন্ত্রী সংঘ এবং  ধারা-বর্ণনায় ছিলেন অনিল দাস। সঙ্গীতশিল্পী ছিলেন- চিত্তরঞ্জন রায়, শৈল দেবী এবং ইলা ঘোষ।
৭.৫৫ থেকে ৮.২৯ মিনিট পর্যন্ত।  এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
 
	- গ্রন্থ: 
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। 
		রাগ: মিশ্র খাম্বাজ। তাল দাদরা। গান সংখ্যা ১৪৯৬।  পৃষ্ঠা: 
		৪৪৯।
  
	- পত্রিকা: বেতার জগৎ। ১২শ বর্ষ, ২১শ সংখ্যা। [১লা নভেম্বর ১৯৪১, ১৫ 
	কার্তিক ১৩৪৮]। শারদ-শ্রী। গান সংখ্যা ৪।  পৃষ্ঠা: ১২৪২। [নমুনা]
  
	- বেতার: 
	শারদশ্রী। 
	শরৎকালের বন্দনামূলক অনুষ্ঠান। কলকাতা বেতারকেন্দ্র থেকে 'প্রচারিত। ১৯৪১ 
	খ্রিষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর (শনিবার, ২৭ ভাদ্র ১৩৪৮)।
		- সূত্র: বেতার জগৎ। ১২শ বর্ষ, ১৭শ সংখ্যা। [১লা সেপ্টেম্বর ১৯৪১, ১৫ ভাদ্র 
		১৩৪৮] পৃষ্ঠা: 
	১০৩৪ 
 
		- The Indian listener. Vol  VI No. 
	17 [August 22,1941] [page 83]