বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নীল আকাশের কোলে শুয়ে হেরে শ্রান্ত
নীল আকাশের কোলে শুয়ে হেরে শ্রান্ত
মেঘের দল,
পল্লবে-ফুলে পূর্ণ হ’লো কি ধরণীর অঞ্চল॥
দেয়া গরজে না, উপবনে তাই
বেণী-বন্ধনে কেয়া ফুল নাই,
গুণ্ঠন খুলি’ প্রকৃতি হাসিছে, মেলি’ এলো-কুন্তল॥
সায়র ছেয়েছে শাপলা শালুকে, ‘নায়রে’ চলেছে বৌ,
বৌ-কথা-কও ডাকে ফুলবনে, ঝরে মমতার মৌ।
বাজে আনন্দ-বেণু শারদীয়া
মিলন পিয়াসী ডাকে পিয়া পিয়া,
সৌরভ-মধু ভারে বেদনায় কার প্রেম-শতদল, করে টলমল॥
- ভাবার্থ: বর্ষা সব কিছু মুছে ফেলে প্রকৃতিতে শরত- আসে নতুন সৌন্দর্য
বৈভব নিয়ে। এমন ভাবনা এই গানের প্রথামংশে উঠেছেছে, তুলনামূলক অভিব্যাক্তিতে।
কবি কল্পনায় বর্ষার উদ্দাম চঞ্চল মেঘ যেন শ্রান্ত হয়ে শরতের আকাশের কোলে শুয়ে
আছে। শরতের ফুলে পূর্ণ হয়েছে ধরণী দেবীর আঁচল। বর্ষা শেষ, তাই মেঘের গর্জন নেই।
তাই উপবনে বেণী-বন্ধনে বাঁধা কেয়া ফুল নেই। প্রকৃতি দেবী যেন তার ঘোমটা খুলে এলো
চুলে হাসছে শরতের উদার হাসি।
বর্ষার শেষে শাপলা-শালুকে ভরা সরোবরের ভিতর দিয়ে বধূ চলছে বাপের বাড়ি। তারই
আনন্দে যেন মমতার মধু ঢেলে ফুলবনে ডাকছে 'বউ কথা কও' পাখি। শারদীয় আনন্দে
প্রকৃতিতে বাজে যেন বাঁশির মোহন সুর। মিলন পিয়াসি পাপিয়া মধুর স্বরে ডাকে 'পিয়া
পিয়া'। এরই মাঝে হয়তো কারো মধু-সৌরভে ভরা প্রেমের শতদলে অভিমান বা বেদনার
অশ্রুবিন্দু টলমল করে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না।
১৯৪১ খ্রিষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর
(শনিবার, ২৭ ভাদ্র ১৩৪৮)
কলকাতা বেতারকেন্দ্র ক-এর তৃতীয় অধিবেশনে
শারদশ্রী গীতিচিত্রটি প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানটি রচনা ও প্রযোজনায় ছিলেন কাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানের যন্ত্রসহযোগিতায় ছিল- যন্ত্রী সংঘ এবং ধারা-বর্ণনায় ছিলেন অনিল দাস। সঙ্গীতশিল্পী ছিলেন- চিত্তরঞ্জন রায়, শৈল দেবী এবং ইলা ঘোষ।
৭.৫৫ থেকে ৮.২৯ মিনিট পর্যন্ত। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
মিশ্র সুর। তাল দাদরা। গান সংখ্যা ১৫২২। পৃষ্ঠা:
৪৫৭।
- পত্রিকা: বেতার জগৎ। ১২শ বর্ষ, ২১শ সংখ্যা। [১লা নভেম্বর ১৯৪১, ১৫ কার্তিক ১৩৪৮]। শারদ-শ্রী। গান সংখ্যা ৩। পৃষ্ঠা: ১২৪১। [নমুনা]
- বেতার:
শারদশ্রী।
শরৎকালের বন্দনামূলক অনুষ্ঠান। কলকাতা বেতারকেন্দ্র থেকে 'প্রচারিত। ১৯৪১
খ্রিষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর (শনিবার, ২৭ ভাদ্র ১৩৪৮)।
- সূত্র: বেতার জগৎ। ১২শ বর্ষ, ১৭শ সংখ্যা। [১লা সেপ্টেম্বর ১৯৪১, ১৫ ভাদ্র
১৩৪৮] পৃষ্ঠা:
১০৩৪
- The Indian listener. Vol VI No.
17 [August 22,1941] [page 83]