বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নীল আকাশের কোলে শুয়ে হেরে শ্রান্ত
নীল আকাশের কোলে শুয়ে হেরে শ্রান্ত মেঘের দল,
পল্লবে-ফুলে পূর্ণ হ’লো কি ধরণীর অঞ্চল॥
        দেয়া গরজে না, উপবনে তাই
        বেণী-বন্ধনে কেয়া ফুল নাই,
গুণ্ঠন খুলি’ প্রকৃতি হাসিছে, মেলি’ এলো-কুন্তল॥
সায়র ছেয়েছে শাপ্লা শালুকে, ‘নায়রে’ চলেছে বৌ,
বৌ-কথা-কও ডাকে ফুলবনে, ঝরে মমতার মৌ।
        বাজে আনন্দ-বেণু শারদীয়া
        মিলন পিয়াসী ডাকে পিয়া পিয়া,
সৌরভ-মধু ভারে বেদনায় কার প্রেম-শতদল, করে টলমল॥