বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নীল আকাশের কোলে শুয়ে হেরে শ্রান্ত
নীল আকাশের কোলে শুয়ে হেরে শ্রান্ত
মেঘের দল,
পল্লবে-ফুলে পূর্ণ হ’লো কি ধরণীর অঞ্চল॥
দেয়া গরজে না, উপবনে তাই
বেণী-বন্ধনে কেয়া ফুল নাই,
গুণ্ঠন খুলি’ প্রকৃতি হাসিছে, মেলি’ এলো-কুন্তল॥
সায়র ছেয়েছে শাপ্লা শালুকে, ‘নায়রে’ চলেছে বৌ,
বৌ-কথা-কও ডাকে ফুলবনে, ঝরে মমতার মৌ।
বাজে আনন্দ-বেণু শারদীয়া
মিলন পিয়াসী ডাকে পিয়া পিয়া,
সৌরভ-মধু ভারে বেদনায় কার প্রেম-শতদল, করে টলমল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না।
১৯৪১ খ্রিষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর
(শনিবার, ২৭ ভাদ্র ১৩৪৮)
কলকাতা বেতারকেন্দ্র ক-এর তৃতীয় অধিবেশনে
শারদশ্রী গীতিচিত্রটি প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানটি রচনা ও প্রযোজনায় ছিলেন কাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানের যন্ত্রসহযোগিতায় ছিল- যন্ত্রী সংঘ এবং ধারা-বর্ণনায় ছিলেন অনিল দাস। সঙ্গীতশিল্পী ছিলেন- চিত্তরঞ্জন রায়, শৈল দেবী এবং ইলা ঘোষ।
৭.৫৫ থেকে ৮.২৯ মিনিট পর্যন্ত। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
মিশ্র সুর। তাল দাদরা। গান সংখ্যা ১৫২২। পৃষ্ঠা:
৪৫৭।
- পত্রিকা: বেতার জগৎ। ১২শ বর্ষ, ২১শ সংখ্যা। [১লা নভেম্বর ১৯৪১, ১৫
কার্তিক ১৩৪৮]। শারদ-শ্রী। গান সংখ্যা ৩। পৃষ্ঠা: ১২৪১। [নমুনা]
- বেতার:
শারদশ্রী।
শরৎকালের বন্দনামূলক অনুষ্ঠান। কলকাতা বেতারকেন্দ্র থেকে 'প্রচারিত। ১৯৪১
খ্রিষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর (শনিবার, ২৭ ভাদ্র ১৩৪৮)।
- সূত্র: বেতার জগৎ। ১২শ বর্ষ, ১৭শ সংখ্যা। [১লা সেপ্টেম্বর ১৯৪১, ১৫ ভাদ্র
১৩৪৮] পৃষ্ঠা:
১০৩৪
- The Indian listener. Vol VI No.
17 [August 22,1941] [page 83]