বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: পেয়ে আমি হারায়েছি গো আমার বুকের হারামণি
রাগ: কানাড়া মিশ্র, তাল: কাওয়ালি
পেয়ে আমি হারায়েছি গো আমার বুকের হারামণি।
গানের প্রদীপ জ্বেলে তা’রেই খুঁজে ফিরি দিন-রজনী॥
সে ছিল গো মধ্যমণি আমার মনের মণি-মালায়,
রেখছিলাম লুকিয়ে তায়, মানিক যেমন রাখে ফণী॥
স্নিগ্ধ জ্যোতি নিয়ে সে মোর এসেছিল দগ্ধ বুকে,
অসীম আঁধার হাত্ড়ে ফিরি খুঁজি তারি রূপ-লাবণি॥
হারিয়ে যে যায় হায় কেন সে যায় হারিয়ে চিরতরে,
মিলন-বেলাভুমে বাজে বিরহেরই রোদন-ধ্বনি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার
২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীতি
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯)। গান সংখ্যা ৩। কানাড়া মিশ্র, তাল: কাওয়ালি । পৃষ্ঠা: ৪-৫ ]।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড।
বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮
মে, ২০১১। বনগীতি। ৩ সংখ্যক গান। কানাড়া মিশ্র, তাল: কাওয়ালি। পৃষ্ঠা ১৭৮]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। ১৫৪৬ সংখ্যক গান। রাগ: কানাড়া মিশ্র, তাল: কাওয়ালি
। পৃষ্ঠা:
৪৬৪।
- রেকর্ড:
মেগাফোন
[
১৯৩৩
খ্রিষ্টাব্দ।
রেকর্ড বাতিল হয়েছিল]