বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি।
ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি।
তার অধরে হাসি আর নয়নে প্রীতি॥
দোদুল্ তাহার কায়া ঘনায় চোখে মায়া,
জেগে ওঠে দেখে তা'য় পুরানো স্মৃতি॥
তাহার চরণ-পাতে তাহার সাথে সাথে,
আসে আঁধার রাতে শুক্লা চাঁদের তিথি॥
গেলে মন দিতে চাহে না সে নিতে,
ধরিতে গেলে চোখে সে কী তার ভীতি॥
ডাকি প্রিয় ব'লে তবু যায় সে চ'লে,
পায়ে পায়ে দ'লে হৃদয় ফুল-বীথি॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের এপ্রিল (চৈত্র
১৩৩৯-বৈশাখ ১৩৪০) মাসে
মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১০ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। ভৈরবী-দাদরা]।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৩০। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা ৩০০-৩০১]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৫৬২। রাগ: ভৈরবী, তাল: দাদরা। পৃষ্ঠা: ৪৬৮]
- রেকর্ড: মেগাফোন [এপ্রিল ১৯৩৩ (চৈত্র ১৩৩৯-বৈশাখ ১৩৪০)]।
জেএনজি ৪৯।
শিল্পী:
শ্রীমতী তারা।