বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বিদেশী তরী এলো কোথা হ’তে
বিদেশী তরী এলো কোথা হ’তে
প্রভাত-ঘাটে, আলোর স্রোতে॥
অসীম বিরহ-রাতের শেষে
কে এলো কিশোর-নাইয়ার বেশে,
বাঁশরি বাজায়ে দুয়ারে এসে –
ডাকে হেসে অকূল-পথে॥
অঙ্গনে এলো শুভ দিনের আলো,
বুঝি মোর নিরাশার শর্বরী গো পোহালো।
আশাবরী সুরে বেণুকা বাজে
চির-চাওয়া এলো অভিসারে-সাজে,
পূর্বাচলের ঘাটে অরুণ-রথে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান
সংখ্যা ১৬১৮। পৃষ্ঠা: ৪৮৪।
- রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)] । এন ১৭১৭০। শিল্পী:
সাবিত্রী রাণী বসু। সুর: সত্যেন্দ্র চক্রবর্তী
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়
- বিষয়াঙ্গ: আগমনী
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর