বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বিদেশী তরী এলো কোথা হ’তে
বিদেশী তরী এলো কোথা হ’তে
প্রভাত-ঘাটে, আলোর স্রোতে॥
অসীম বিরহ-রাতের শেষে
কে এলো কিশোর-নাইয়ার বেশে,
বাঁশরি বাজায়ে দুয়ারে এসে –
ডাকে হেসে অকূল-পথে॥
অঙ্গনে এলো শুভ দিনের আলো,
বুঝি মোর নিরাশার শর্বরী গো পোহালো।
আশাবরী সুরে বেণুকা বাজে
চির-চাওয়া এলো অভিসারে-সাজে,
পূর্বাচলের ঘাটে অরুণ-রথে॥