ভালোবাসি কলঙ্কী চাঁদ মেঘের পাশে।
মোর ফুল আরো ভালো লাগে ভ্রমর সে ফুলে যদি আসে॥
ভালোবাসি নিঝুম রাতি
যদি রহে সুন্দর সাথী,
সেই সুন্দর সাথী প্রিয়তম হয়, যবে চঞ্চল হয়ে ওঠে
প্রণয়ণ পিয়াসে॥
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১
কার্ত্তিক ১৩৪৬),
মিনার্ভা থিয়েটার মঞ্চে মহেন্দ্র গুপ্তের 'দেবী দুর্গা'
মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০
বৎসর ৪ মাস।
মঞ্চ: দেবী দুর্গা (নাটক)।
[মিনার্ভা থিয়েটার, ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার,
১ কার্ত্তিক ১৩৪৬)] দ্বিতীয় অঙ্ক। তৃতীয় দৃশ্য। মায়াকণ্যাগণের গান।