বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: স্বপন-বিলাসে চাঁদ যবে হাসে কুমুদ ফোটে দীঘিতে
স্বপন-বিলাসে চাঁদ যবে হাসে কুমুদ ফোটে দীঘিতে।
সেই আধো রাতে নয়ন-পাতে ঘুম হ’য়ে এসো নিভৃতে॥
আমার তন্দ্রার মাঝে
যেন তব বাঁশরি বাজে,
মম দেহ-বীণায় ঝঙ্কার তুলিও গভীর করুণ গীতে॥
যে বিফল-মালা শুকায় নিরালা বাতায়ন লগ্না
পরশ ক’রো এসে রহিব যবে আমি ঘুম-নিমগ্না।
শিশিরের মানিক দুলে
যখন হেনার মুকুলে,
হে সুদূর পথিক! এসো ভু’লে নীরব সেই নিশীথে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৬) মাসে, এইচএমভি প্রথম এই গানটির একটি রেকর্ড করেছিল। পরে রেকর্ডটি বাতিল করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭৭১। পৃষ্ঠা:
৫২৬]
- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৯ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৬)। শিল্পী: কুমারী রত্নমালা সেন।
সুরনিতাই ঘটক। রেকর্ডটি পরে বাতিল হয়ে গিয়েছিল]
- বেতার:
- একক অনুষ্ঠান। অণিমা মুখোপাধ্যায়। কলকাতা বেতার কেন্দ্র। [৪ সেপ্টেম্বর ১৯৩৯ (সোমবার, ১৮ ভাদ্র
১৩৪৬)] সান্ধ্য অনুষ্ঠান। ৭.৪৫ মিনিট। এই অনুষ্ঠানের অপর একটি গান ছিল- ব্রজ-দুলাল
ঘন শ্যাম [তথ্য]
- সূত্র: বেতার জগৎ। ১০ম বর্ষ। ১৭শ সংখ্যা। পৃষ্ঠা: ৬৬৫।
- একক অনুষ্ঠান। রত্নমালা সেন। কলকাতা বেতার কেন্দ্র। [২৫ জুলাই
১৯৪১ (সোমবার, ৯ শ্রাবণ ১৩৪৮)] তৃতীয় অধিবেশন। ১০.১৫ মিনিট
- সূত্র: বেতার জগৎ। ১২শ বর্ষ। ১৪শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৩৪।