বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চীর গৈরিকধারী
জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চীর গৈরিকধারী।
জয় তরুণ যোগী, শ্রীরামকৃষ্ণ-ব্রহ-সহায়কারী॥
যজ্ঞাহুতির হোমশিখা সম,
তুমি তেজস্বী তাপস পরম
ভারত-অরিন্দম নমো নমঃ বিশ্বমঠ বিহারী॥
(মদ) গর্বিত বল-দর্পীর দেশে মহাভারতের বাণী
শুনায়ে বিজয়ী ঘুচাইলে স্বদেশের অপযশ গ্লানি।
(নব) ভারতে আনিলে তুমি নব বেদ
মুছে দিলে জাতিধর্মের ভেদ
জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানেইলে হুঙ্কারি’১॥
১. উচ্চারি
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের
জন্মশতবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়। যদিও তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৮৩৬
খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি (বুধবার, ৬ ফাল্গুন ১২৪২)। কিন্তু আয়োজকরা এই অনুষ্ঠান
করেছিলেন, ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৩ মার্চ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের
জন্মশতবার্ষিকী পালিত হয়। এই উৎসবের জন্য এইচএমভি রামকৃষ্ণ সম্পর্কিত একটি
গানের রেকর্ড প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিলে। এই রেকর্ডে নজরুলের রচিত এই গানটি
প্রকাশিত হয়েছিল।
১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল
(চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪) মাসে,
এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
- গ্রন্থ:
-
বনগীতিকা
- দ্বিতীয় সংস্করণ [১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে, ১৯৫২)]
- নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। বনগীতি দ্বিতীয় খণ্ড।
২১। সাঁওতালির গান। পৃষ্ঠা ১২৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২)। ১৮৮৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৬৯।
- রেকর্ড: এইচএমভি এপ্রিল ১৯৩৭
(চৈত্র১৩৪৩-বৈশাখ ১৩৪৪)। এন ৯৮৮৭। শিল্পী: যূথিকা রায় ও কমল দাশগুপ্ত]
- সুরকার:
কমল দাশগুপ্ত
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ৪৮-৪৯[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ব্যক্তি বন্দনা [স্বামী বিবেকানন্দ]
- সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
- তাল:
তেওরা
- গ্রহস্বর: ম