বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জয় রক্তাম্বরা রক্তবর্ণা
জয় রক্তাম্বরা রক্তবর্ণা জয় মা
রক্তদন্তিকা
নমো রক্তায়ুধা রক্তনেত্রা ভীষণা উগ্রচণ্ডিকা॥
রক্ত-কেশা রক্ত ভূষণা
রক্ত রসনা রক্ত-দশনা,
জয় দাড়িম্বকুসুমোপমা দনুজ-দলনী অম্বিকা॥
জয় স্বর্বভয় অপহারিণী জয়
জয় অতি রৌদ্রা নিস্তারিণী জয়।
জয় মা পৃথিবী-পালিনী।
ভক্তের তুমি জননী রূপিণী
করুণাময়ী অভয়-দায়িনী মা গো জয় অসুর-মুণ্ডমালিনী।
অখিল ব্যাপ্ত যোগেশ্বরী
আমি দেখি রূপ একি মরি মরি
চেলী-পরা লাল টুক্টুকে মেয়ে আনন্দিনী বাসন্তিকা॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের
২৭ জানুয়ারি (বৃহস্পতিবার
১৩ মাঘ ১৩৪৪), কলকাতা বেতার থেকে প্রচারিত 'দেবীস্তুতি' আলেখ্যের সাথে এই গানটি
প্রচারিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৮৯২। পৃষ্ঠা: ৫৭০।
-
দেবীস্তুতি। [নজরুল রচনাবলী জন্মশধবর্ষ সংস্করণ। বাংলা
একাডেমী ঢাকা। অষ্টম খণ্ড (১২ ভাদ্র ১৩১৫, ২৭শে আগষ্ট ২০০৮)। রক্তদন্তিকা। পৃষ্ঠা: ২৫২]
- পত্রিকা: বেতার জগৎ [১৬ জানুয়ারি ১৯৩৮ খ্রিষ্টাব্দ (রবিবার, ২ মাঘ
১৩৪৪)]। 'আমাদের কথা' বিভাগে।
[সূত্র: বেতার জগৎ। ৯ম বর্ষ ২য় সংখ্যা। প্রচ্ছদ ও পৃষ্ঠা:৪৫।
- বেতার:
- দেবীস্তুতি
- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ২৭ জানুয়ারি ১৯৩৮ (বৃহস্পতিবার
১৩ মাঘ ১৩৪৪)। শিল্পী: গীতা মিত্র
[সূত্র:
- বেতার জগৎ। ৯ম বর্ষ ২য় সংখ্যা। প্রচ্ছদ ও পৃষ্ঠা:৪৫।
-
The Indian listener. Vol III. No II, (7th January, 1938) Page 121
- দ্বিতীয় প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ২৫ জুলাই ১৯৩৯ (মঙ্গলবার, ৯ শ্রাবণ ১৩৪৬)।
[সূত্র: বেতার জগৎ-পত্রিকার ৯ম বর্ষ ১২শ সংখ্যা। পৃষ্ঠা ৫৩৩]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ