বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
নমো যাদব নমো মাধব নমো দ্বারকা পতি।
নমো যাদব নমো মাধব নমো দ্বারকা পতি।
নমো শ্রীকৃষ্ণ নারায়ণ শ্রীহরি অগতির গতি॥
গানটিতে মাত্র দুটি চরণ পাওয়া যায়। এই বিচারে এটি একটি অসম্পূর্য়ণ গান হিসেবে
বিবেচনা করা যেতে পারে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ
১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি
মহেন্দ্রনাথ গুপ্তের রচিত নাটক
'রুক্সিনী মিলন'-এর রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৩৯ বৎসর ৭ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৯৬৭। পৃষ্ঠা: ৫৯১]
- রেকর্ড:
এইচএমভি [জানুয়ারি ১৯৩৯ (পৌষ-মাঘ ১৩৪৫)। মহেন্দ্রগুপ্তের রচিত নাটক
'রুক্সিনী মিলন'। নম্বর: এন ১৭২৪১। চরিত্র: রুক্মিণী'র
সহচরীদের গান]