বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম: প্রথম যৌবনে এই প্রথম বিরহ গো
নাটক: 'বিষ্ণুপ্রিয়া'
প্রথম যৌবনে এই প্রথম বিরহ গো।
(তাই) সহিতে না পারে রাই, কাঁদে অহরহ গো॥
ফুল শয্যারে মনে হয় কণ্টক-শয্যা,
কাঁদিতে পারে না, যত ব্যথা তত লজ্জা
প্রবাসী বঁধুরে ঘরে আসিতে কহ গো॥
- রচনাকাল ও স্থান: এই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি। আব্দুল
কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), '
বিষ্ণুপ্রিয়া নামক
একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি এই নাটকের ষষ্ঠ দৃশ্যে ' কাঞ্চনার গান' হিসেবে পাওয়া যায়।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল
ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৯৯৭]