বিষ্ণুপ্রিয়া
কাজী নজরুল ইসলামের রচিত একটি অসমাপ্ত নাটক।
এই নাটকের রচনাকাল ও প্রকাশকাল সম্পর্কে কিছু জানা যায় নি। বাংলা একাডেমী থেকে
প্রকাশিত আব্দুল কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীতে এই নাটকটি অন্তর্ভুক্ত হয়েছিল।
এই নাটকের কিছু সংলাপ এবং শেষাংশ পাওয়া যায় নি, তাই একে অসমাপ্ত নাটক হিসেবে বিবেচনা
করা হয়েছে। বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণের
অষ্টম খণ্ডে (২৭ আগষ্ট ২০০৮), এই নাটকটি অন্তর্ভুক্ত হয়েছে।
সংগৃহীত নাটকে মোট ১৩টি দৃশ্য রয়েছে। এবং গান রয়েছে মোট ১২টি গান পাওয়া গেছে।
গানগুলো হলো-
- প্রথম দৃশ্য। মুকুন্দের গান।
- এ কি অপরূপ যুগল-মিলন
[তথ্য]
- দ্বিতীয় দৃশ্য। জনৈকা তরুণীর গান
- প্রেমপাশে পড়লে ধরা
[তথ্য]
- তৃতীয় দৃশ্য। কাঞ্চনার গান
- তা'র কে গড়িল গৌর-অঙ্গ
[তথ্য]
- তৃতীয় দৃশ্য। কাঞ্চনার গান
- চতুর্থ দৃশ্য। কাঞ্চনার গান
- সিনান করিতে গিয়েছিনু সই
[তথ্য]
- ষষ্ঠ দৃশ্য। কাঞ্চনার গান
- প্রথম যৌবনে এই প্রথম বিরহ গো
[তথ্য]
- কাল কাল করে গেল কতকাল
[তথ্য]
- সপ্তম দৃশ্য। নিমাই-এর গান
- নব কিশলয় শ্যামা তনু ঢল ঢল
[তথ্য]
- দশম দৃশ্য।
- বিদায় দে মা একবার দেখে আসি
[তথ্য]
ভিখারির গান
- কানাই রে তোর চূড়া বাঁশরি
[তথ্য]
নিত্যানন্দ ও কানাইয়ের গান।
- ত্রয়োদশ দৃশ্য।
- ফিরে যাও গৌর সুন্দর চঞ্চল মতি [তথ্য]
কাঞ্চনা ও নিমাইয়ের গান
- এই যুগল মিলন দেখ্ব ব'লে [তথ্য]
নিত্যানন্দের গান