বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
প্রেম পাশে পড়লে ধরা চঞ্চল চিত-চোর

প্রেম পাশে পড়লে ধরা চঞ্চল চিত-চোর।
শাস্তি পাবে নিঠুর কালা এবার জীবন ভোর॥
মিলন রসের কারাগারে প্রণয় প্রহরী রাখব দ্বারে,
চপল চরণে পরাব শিকল নব অনুরাগ-ডোর॥
শিরীষ-কামিনী ফুল হানি’ জরজর করিব অঙ্গ
বাঁধিব বাহুর বাঁধনে দংশিবে বেণীর ভুজঙ্গ।
কলঙ্ক-তিলক আঁকিব ললাটে হে গৌর কিশোর॥