বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম:
ফিরে যাও গৌর সুন্দর
কাঞ্চন:    ফিরে যাও গৌর সুন্দর চঞ্চল মতি (তুয়া সনে কিসের পিরিত)
              এমন সোনার দেহ পরশ করিল কে, না জানি সে কোন রসবতী॥
             অলসে অরুণ আঁখি ঘুমে প্রেমে মাখামাখি
             (আজু) রজনীতে হলে কার পতি।
             বদন কমল কেন মলিন হউল হেন
             ধোঁওয়া দিয়ে করেছে কে তোমার আরতি॥
             নদীয়া নাগরী সনে নিশি যাপি নিরজনে
             আসিলে হে নিলাজ কেমন করে!
             সুরধুনী তীরে গিয়া মার্জনা করে তো হিয়া
             তবে যে আসিতে দিব ঘরে
নিমাই:    আমি হরি-বাসর-বাসী  অমিয় সাগরে ভাসি
                        কাহে সখি বহু কটু ভাষ
              থাকি না যথায় গিয়া হৃদে মোর বিষ্ণুপ্রিয়া
              সেই মোর রাস-রানী আমি তাঁরই দাস॥