বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: ফিরে যাও গৌর সুন্দর
কাঞ্চন: ফিরে যাও গৌর
সুন্দর চঞ্চল মতি (তুয়া সনে কিসের পিরিত)
এমন সোনার দেহ পরশ করিল কে, না জানি সে কোন রসবতী॥
অলসে
অরুণ আঁখি ঘুমে প্রেমে মাখামাখি
(আজু)
রজনীতে হলে কার পতি।
বদন কমল
কেন মলিন হউল হেন
ধোঁওয়া
দিয়ে করেছে কে তোমার আরতি॥
নদীয়া
নাগরী সনে নিশি যাপি নিরজনে
আসিলে
হে নিলাজ কেমন করে!
সুরধুনী
তীরে গিয়া মার্জনা করে তো হিয়া
তবে যে আসিতে দিব ঘরে
নিমাই: আমি হরি-বাসর-বাসী অমিয় সাগরে ভাসি
কাহে সখি বহু কটু ভাষ
থাকি না যথায় গিয়া হৃদে মোর বিষ্ণুপ্রিয়া
সেই মোর রাস-রানী
আমি তাঁরই দাস॥
-
রচনাকাল ও স্থান: এই নাটকের রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় নি।
আব্দুল
কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), '
বিষ্ণুপ্রিয়া
নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি এই নাটকের ত্রয়োদশ দৃশ্যে
'কাঞ্চনা ও নিমাইয়ের গান' হিসেবে পাওয়া যায়।
-
গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২০১২]