বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম:
সিনান করিতে গিয়েছিনু সিই সেদিন গঙ্গা-তটে
নাটিকা : ' বিষ্ণুপ্রিয়া'
সিনান করিতে গিয়েছিনু সিই সেদিন গঙ্গা-তটে
উদয় হলেন গৌরচন্দ্র অমনি হৃদয়-পটে॥
নির্মল মোর মনের আকাশে
উঠিয়া সে চাঁদ মৃদু মৃদু হাসে,
তারে লুকাইতে নারি, সখি ভয়ে মরি, বুঝি কলঙ্ক রটে॥
- রচনাকাল ও স্থান:
এই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি। আব্দুল
কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), '
বিষ্ণুপ্রিয়া নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি এই নাটকের চতুর্থ দৃশ্যে ' কাঞ্চনার গান' হিসেবে পাওয়া যায়।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ
[রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ়
১৪২৫। জুন ২০১৮। গান ২৩৪৮। পৃষ্ঠা ৭১৪]
- পাণ্ডুলিপি: বিষ্ণুপ্রিয়া। [অসমাপ্ত নাটক]। কাঞ্চনার গান।