বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যাস্‌নে মা ফিরে, যাস্‌নে জননী  


যাস্‌নে মা ফিরে, যাস্‌নে জননী ধরি দুটি রাঙা পায়।
শরণাগত দীন সন্তানে ফেলি’ ধরার ধূলায় (মা) ধরি রাঙা পায়॥
(মোরা) অমর নহি মা দেবতাও নহি
শত দুখ সহি’ ধরণীতে রহি,’
মোরা অসহায়, তাই অধিকারী মাগো তোর করুণায়॥
দিব্যশক্তি দিলি দেবতারে মৃত্যু-বিহীন প্রাণ,
তবু কেন মাগো তাহাদেরি তরে তোর এত বেশি টান?
(আজো) মরেনি অসুর মরেনি দানব
ধরণীর বুকে নাচে তাণ্ডব,
সংহার নাহি করি’ সে অসুরে চলে যাস্‌ বিজয়ায়॥