বিজয়া
কাজী নজরুল ইসলামের  রচিত একটি গীতি-আলেখ্য। ১৯৩৯ খ্রিষ্টাব্দ ২২ অক্টোবর (রবিবার, ৫ কার্তিক ১৩৪৬), দুর্গা পূজার দশমী উপলক্ষে- কলকাতা-ক এর প্রথম অধিবেশনে সকাল ৯টায় এটি প্রচারিত হয়েছিল 'বিজয়া দশমী' নামে।  রচনা এবং প্রযোজনায় ছিলেন কাজী নজরুল ইসলাম। সহযোগী হিসেবে ছিলেন অমরেন্দ্রনাথ অধিকারী এবং সুশীলরঞ্জন সরকার।

বেতার জগতে '১৬ অক্টোবর ১৯৩৯' (বুধবার ১ কার্তিক ১৩৪৬) সংখ্যায় এই অনুষ্ঠানের পরিচিতি অংশে উল্লেখ করা হয়েছিল-

অনুষ্ঠানের তারিখ:  রবিবার ২২ অক্টোবত ১৯৩৯। ৫ কার্তিক ১৩৪৬
সময়: প্রাতঃকালীন অনুষ্ঠান। ৯-৯.৪৪ মিনিট
অনুষ্ঠানের নাম: বিজয়া দশমী (সঙ্গীতালেখ্য)
রচনা ও সংগঠনা: কবি নজরুল ইসলাম
সহকারী: অমরেন্দ্র অধিকারী ও সুশীল রঞ্জন সরকার
বিভিন্ন অংশে: এআইআর শিল্পীবৃন্দ

বেতার জগৎ-এর ১০ম বর্ষ ২০শ সংখ্যায় 'বিজয়া' গীতি-নাট্যটি প্রকাশিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের গানগুলো ছিল-

সূত্র: