কাজী
নজরুল ইসলামের রচিত
একটি গীতি-আলেখ্য।
১৯৩৯ খ্রিষ্টাব্দ ২২ অক্টোবর
(রবিবার, ৫ কার্তিক ১৩৪৬), দুর্গা পূজার দশমী উপলক্ষে- কলকাতা-ক
এর প্রথম অধিবেশনে সকাল ৯টায় এটি প্রচারিত হয়েছিল 'বিজয়া
দশমী' নামে। রচনা এবং
প্রযোজনায় ছিলেন
কাজী
নজরুল ইসলাম। সহযোগী হিসেবে ছিলেন অমরেন্দ্রনাথ অধিকারী এবং
সুশীলরঞ্জন সরকার।বেতার জগতে
'১৬ অক্টোবর ১৯৩৯' (বুধবার ১ কার্তিক ১৩৪৬) সংখ্যায় এই অনুষ্ঠানের পরিচিতি অংশে
উল্লেখ করা হয়েছিল-
অনুষ্ঠানের তারিখ: রবিবার ২২ অক্টোবত
১৯৩৯। ৫ কার্তিক ১৩৪৬
সময়: প্রাতঃকালীন অনুষ্ঠান। ৯-৯.৪৪ মিনিট
অনুষ্ঠানের নাম: বিজয়া দশমী (সঙ্গীতালেখ্য)
রচনা ও সংগঠনা: কবি নজরুল ইসলাম
সহকারী:
অমরেন্দ্র অধিকারী ও
সুশীল রঞ্জন
সরকার
বিভিন্ন অংশে: এআইআর শিল্পীবৃন্দ
বেতার জগৎ-এর ১০ম বর্ষ
২০শ সংখ্যায় 'বিজয়া' গীতি-নাট্যটি প্রকাশিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের গানগুলো
ছিল-
- বিজয়োৎসব ফুরাইল মাগো
[তথ্য]
- যাস্নে মা ফিরে,যাস্নে জননী
[তথ্য]
- মাকে ভাসায়ে জলে (মাকে ভাসায়ে ভাটির স্রোতে)
[তথ্য]
- মোরা মাটির ছেলে
[তথ্য]
- খড়ের প্রতিমা পূজিস রে তোরা (মাটির প্রতিমা)
[তথ্য]
- এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন
[তথ্য]
সূত্র:
- The Indian
Listener, Vol IV. No 20, 22 October, 1939
Page:
1439]
- বেতারজগৎ। ১০ম বর্ষ
২০শ সংখ্যা।বিজয়া
দশমী
[১৬ অক্টোবর ১৯৩৯' (বুধবার ১ কার্তিক ১৩৪৬) সংখ্যা]