মাকে ভাসায়ে জলে কেমনে রহিব ঘরে।
শূন্য ভুবন শূন্য ভবন কাঁদে হাহাকার ক’রে॥
মা যে নদীর ঢেউ-এর মত,
পালিয়ে বেড়ায় অবিরত
হৃদয়-ঘাটে একটু তেকে অমনি সে যায় স’রে॥
বিসর্জনের প্রতিমা এ নয়
(এরে) নিত্য কাছে রাখতে সাধ হয়
পাষাণ উতল ঘিরে রে ভাই বেঁধে ভক্তি ডোরে॥
সে মাকে মোর ভাসিয়ে নদীর জলে
মাতৃহারা শিশুর মত কাঁদি ‘মা মা’ বলে
তেমন সুদিন আসবে কবে
(মোর) নিত্য আগমনী হবে বিশ্ব চরাচরে॥১
- বেতারজগৎ। ১০ম বর্ষ ২০শ সংখ্যা। বিজয়া দশমী [১৬ অক্টোবর ১৯৩৯' (বুধবার ১ কার্তিক ১৩৪৬) সংখ্যা]
- The Indian Listener, Vol IV. No 20, 22 October, 1939, Page : 1439 ]