বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
যুগল মুরতি দেখে জুড়ালো আঁখি
যুগল মুরতি দেখে জুড়ালো আঁখি
(যেন) তমাল শাখায় বাঁধা মাধবী রাখী॥
কৃষ্ণ মেঘের পাশে রুক্সিণী বিজলি,
রহিয়া রহিয়া হাসে দিগন্ত উজলি।
নীল আকাশ রঙীন হল গোধূলি মাখি,
(সোনার) গোধূলি মাখি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ
১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি
মহেন্দ্রনাথ গুপ্তের রচিত নাটক
'রুক্সিনী মিলন'-এর রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৩৯ বৎসর ৭ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২১০৭। পৃষ্ঠা: ৬৩৫]
- রেকর্ড:
এইচএমভি [জানুয়ারি ১৯৩৯ (পৌষ-মাঘ ১৩৪৫)। মহেন্দ্রগুপ্তের রচিত নাটক
'রুক্সিনী মিলন'। এন ১৭২৪২। চরিত্র: সখিগণের গীত]