বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
বাসন্তী রং শাড়ি প'রো খয়ের রঙের টিপ্
রাগ: সিন্ধু। তাল: দাদ্রা
বাসন্তী রং শাড়ি প'রো খয়ের রঙের টিপ্।
সাঁঝের বেলায় সাজবে যখন জ্বাল্বে যখন দীপ্॥
দুলিয়ে দিও দোলন্ খোঁপায়
আমের মুকুল বকুল চাঁপায়,
মেখ্লা ক’রো কটি-তটে শিউরে-ওঠা নীপ্॥
কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি,
বন্-অতসীর কাঁকন প'রো, কনক-গাঁদার চুড়ি।
আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ 'পরে,
তুমি বাকি আধখানা চাঁদ ধরার মণি-দীপ্॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]
অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। সিন্ধু-দাদরা। পৃষ্ঠা: ৫২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৪৬। সিন্ধু-দাদরা।। পৃষ্ঠা ২৫২ ]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২১৮৯। রাগ: সিন্ধু। তাল: দাদ্রা। পৃষ্ঠা: ৬৫৮।]
- রেকর্ড: মেগাফোন [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)]।
জেএনজি ৯৫। শিল্পী: অশোক সেন।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী