বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সাকি! বুলবুলি কেন

সাকি! বুলবুলি কেন কাঁদে গুল্‌-বাগিচায়।
ওকি মধু যাচে, কেন আসে না কাছে
অকরুণ পিয়াসে কেন মুখ-পানে চায়॥

ওর করুণ বিলাপ শুনি লতার গোলাপ আমি ঝুরিয়া মরি।
আমি কাঁটা-লতায় বাঁধা কুলবধূ, হায় যাই কেমন করি’!
ও যে-শিরাজি মাগে, দিতে ভয় লাগে,
তাহা সঞ্চিত থাক অন্তর-পেয়ালায়॥
কত চামেলি হেনা ওর আছে চেনা,
আমি কণ্টক-বিজড়িত গোলাপ-কলি,
মোর ডাক-নাম ধরে কেন ডাকে ঘুম-ঘোরে
ভিখারির বেশে চাহে প্রেমাঞ্জলি।
ও কি বুঝিতে পারে না মোর মৌন ভাষা,
রক্তিম হৃদয়ের ভালোবাসা,
ঝরার আগে সাকি ওরে আমি পাব নাকি
শুধু ক্ষণিকের তরে তৃষিত হিয়ায়॥