গুল-বাগিচা
নজরুল ইসলামের রচিত গজলাঙ্গিকের গান নিয়ে সৃষ্ট গীতি-বিচিত্রা।

১৪ ডিসেম্বর (শনিবার ২৮ অগ্রহায়ণ ১৩৪৭) কলকাতা বেতার কেন্দ্র থেকে এই 'গজল গীতিচিত্র' প্রচারিত হয়েছিল। বেতার জগৎ। ১১শ বর্ষ, ২৩ সংখ্যার [পৃষ্ঠা: ১২৮৫] অনুষ্ঠানসূচীতে এই অনুষ্ঠান সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হলো-
সম্প্রচার কেন্দ্র: কলকাতা কেন্দ্র
সম্প্রচারের তারিখ ও সময়: শনিবার, ১৪ ডিসেম্বর ১৯৪০, ২৮ অগ্রহায়ণ ১৩৪৭। তৃতীয় অধিবেশন। ৮.০০-৮.৩৯।
অনুষ্ঠানের নাম: গুলবাগীচা (গজল গীতিচিত্র)
রচনা ও সুর: কাজী নজরুল ইসলাম
সঙ্গীত: সুরেন্দ্রলাল দাসের নেতৃত্বে যন্ত্রীসঙ্ঘ
গীতি ভূমিকায়: এ,আই, শিল্পীবৃন্দ
এই গীতি-বিচিত্রায় মোট ৬টি গান ছিল। গানগুলো হলো-
  1. আধো আধো বোল্‌ লাজে [তথ্য]
  2. মন দিয়ে যে দেখি তোমায় [তথ্য]
  3. মুখের কথায় নাই জানালে [তথ্য]
  4. মোর প্রিয়া হবে এসো রানী [তথ্য]
  5. যবে আঁখিতে আঁখিতে ওরা [তথ্য]
  6. সাকি ! বুলবুলি কেন কাঁদে [তথ্য]

সূত্র:

  • নজরুল যখন বেতারে। আসাদুল হক। বাংলাদেশ শিল্পকলা একাডেমী। মার্চ ১৯৯৯। পৃষ্ঠা: ১৪৭-১৫২।
  • নজরুল রচনাবলী অষ্টম খণ্ড। বাংলা একাডেমী ঢাকা। ২৭শে আগষ্ট ২০০৮। পৃষ্ঠা: ১৭৪-১৭৮।
  • নজরুল রচনাবলী দ্বাদশ খণ্ড। বাংলা একাডেমী ঢাকা। ২৫শে মে ২০১১। পৃষ্ঠা: ৪৫৫-৪৬০।