আয় লো বনের বেদিনী। (আয়-আয়-আয়)
কিংশুকে তটিনীতে জাগায়ে তরঙ্গ কাঁপাইয়া মেদিনী॥
আকাশের ঘোম্টা ধরে টান্
তা’র, কোলের খোকা চাঁদ্কে ধরে আন্।
মেঘের ঝাঁপি খুলে নাচাবি আয় লো নাচাবি বিজলি-সাপিনী॥
নিশি রাতের আঁচল থেকে কুসুম কেড়ে নে
তৃষ্ণা মেটা তোর নিঙড়ে পাহাড় ঝর্না এনে।
পলার মালা আন্ সাগর ছেঁচে
আয় বনের ঘাগরি প’রে, ঘূর্ণি নেচে।
আঁখির চাওয়ায় মিলবে আঁখি বিষ হারাবে কাল-নাগিনী॥