বনের বেদে
রেকর্ডে প্রকাশিত নজরুল ইসলামের রচিত শ্রুতি নাটিকা। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭) মাসে
মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে এই নাটিকার ৩টি রেকর্ডে
প্রকাশিত হয়েছিল। রেকর্ড নম্বর ছিল জেনজি ৫৫০৭-৫৫০৯। নাটকটির প্রযোজনা করেছিলেন ধীরেন দাস। এই নাটকের গানগুলো ছিল-
-
আয় লো বনের বেদিনী
[তথ্য]
জেএনজি ৫৫০৭। শিল্পী: করুণা ঘোষ ও কুসুম গোস্বামী
- ছন্নছাড়া বেদের দল
[তথ্য]।
জেএনজি ৫৫০৭। শিল্পী: ভবানী দাস, পরেশ দেব ও কুমারী করুণা ঘোষ
- নিম ফুলের মউ পিয়ে [তথ্য] জেএনজি ৫৫০৮
শিল্পী: কুসুম গোস্বামী। চরিত্র: ঝুমরো
- বাঁকা ছুরির মত বেঁকে [তথ্য]
জেএনজি
৫৫০৮। শিল্পী: করুণা ঘোষ
- উঠাও ডেরা এবার দূরে যেতে হবে
[তথ্য] জেএনজি ৫৫০৯। শিল্পী:
কোরাস
- নিশি ভোরের বেলা [তথ্য] জেএনজি ৫৫০৯। শিল্পী:
করুণা ঘোষ