বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ছন্নছাড়া বেদের দল আয় রে আয়।
গীতিনাট্য : ‘বনের বেদে’
ছন্নছাড়া বেদের দল আয় রে আয়।
কাল-বোশেখীর ঝড়তুফান, আন রে তোর দৃপ্ত পায়॥
বর্শা কই তীর-ধনুক,
কাঁপিয়ে তোল মাটির বুক।
হুমড়ি খেয়ে নীল আকাশ দেখ্ রে মোদের সঙ্গ চায়॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ
১৩৪৭) মাসে
মেগাফোন রেকর্ড কোম্পানি 'বনের বেদে' নাটক প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৪১ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৩৬ গান।
পৃষ্ঠা: ৬৭১।
- রেকর্ড
- মেগাফোন [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। নাটিকা: নাটকা:
বনের বেদে। জেএনজি ৫৫০৭।
শিল্পী: ভবানী দাস, পরেশ দেব ও কুমারী করুণা ঘোষ]