বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা
তাল: দাদরা
নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা।
মিঠে হাসির নূপুর বাজাও ঝুমুর নাচো তোমরা॥
কভু কেয়া কাঁটায়, কবু বাব্লা-আঠায়
বারে বারে ভোমরার পাখা জড়ায়ে গো – পাখা জড়ায়
দেখে হেসে লুটিয়ে পড়ে ফুলের দেশের বউরা॥
-
ভাবার্থ: 'বনের বেদে' বেতার নাটিকার ঝুমরোর গান। মধুপান করতে আসা
ভ্রমরের নাজেহাল অবস্থা নিয়ে রঙ্গ রসিকাতায় ঝুমরো তার সখিদের উদ্দেশ্যে এই গানটি
গাইছে।
পেট ভরে নিম ফুলের গান গেয়ে ভ্রমরের নেশা ধরেছে। তাই দেখে উল্লসিত ঝুমরো। সেই
উল্লাসে সে তার এই সখিদের মিঠে হাসির নূপুর বাজিয়ে ঝুমুর নাচের জন্য আহ্বান করছে।
ঝিম ধরা ভ্রমরার উড়ে যাওয়ার পথে কখনো কেয়া কাটায়, কখনো বাবলা আঠায় পা জড়িয়ে
যাচ্ছে। তা দেখে ফুল-বধুরা হেসে লুটিয়ে পড়্ছে।
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ
১৩৪৭) মাসে
মেগাফোন রেকর্ড কোম্পানি 'বনের বেদে' নাটক প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৪১ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৫২ গান।
তাল: দাদরা। পৃষ্ঠা: ৬৭৫।
- রেকর্ড
- মেগাফোন [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। নাটিকা নাটকা:
বনের বেদে।জেএনজি ৫৫০৮। শিল্পী:
কুসুম গোস্বামী। চরিত্র: ঝুমরো]
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রকৃতি, জাগতিক, পতঙ্গ, ভ্রমর