বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা
তাল: দাদরা
নিম ফুলের মউ পি’য়ে ঝিম হয়েছে ভোমরা।
মিঠে হাসির নূপুর বাজাও ঝুমুর নাচো তোমরা॥
কভু কেয়া কাঁটায়, কবু বাব্লা-আঠায়
বারে বারে ভোমরার পাখা জড়ায়ে গো – পাখা জড়ায়
দেখে হেসে লুটিয়ে পড়ে ফুলের দেশের বউরা॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ
১৩৪৭) মাসে
মেগাফোন রেকর্ড কোম্পানি 'বনের বেদে' নাটক প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৪১ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৫২ গান।
তাল: দাদরা। পৃষ্ঠা: ৬৭৫।
- রেকর্ড
- মেগাফোন [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। নাটিকা নাটকা:
বনের বেদে।জেএনজি ৫৫০৮। শিল্পী:
কুসুম গোস্বামী। চরিত্র: ঝুমরো]