বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: ও শিকারী মারিস্‌ না তুই  
চলচ্চিত্র : ‘পাতালপুরী’
ও শিকারী মারিস্‌ না তুই মানিক জোড়ার একটিকে হে।
সাথী-হারা পাখিটিও মরিবে বঁধুর বিরহে॥
একা পাখির শাপ লেগে,
(হে) যাবে সুখের ঘর ভেঙ্গে,
পাখি-মারা তীর এসে তোর বিঁধবে আমার বুকে হে॥